Daily

ইস্তেহারে উল্লেখ ছিল ক্ষমতায় এলে ছাত্রছাত্রীদের জন্য চালু হবে ক্রেডিট কার্ড। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সেই প্রস্তাবে কার্যত সীলমোহর পড়েই গেল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগামী ৩০ জুন থেকে এই প্রকল্পটি কার্যকর হতে চলেছে।
ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশোনার জন্য ঋণ পাওয়া যাবে সর্বাধিক ১০ লক্ষ টাকা। দশম শ্রেণি থেকেই মিলবে এই সুবিধা। এরপর উচ্চশিক্ষা যেমন স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক নানা কোর্স, ডিপ্লোমা, পোস্ট ডক্টরাল বা সমতুল্য কোন গবেষণার জন্য এই টাকা ব্যবহার করা যাবে। গ্যারান্টার হিসেবে থাকবে স্বয়ং সরকার। ৪০ বছর পর্যন্ত পাওয়া যাবে এই ক্রেডিট কার্ডের সুবিধা। চাকরি পাওয়ার পরেও এক বছর পর্যন্ত সময় পাওয়া যাবে এবং ১৫ বছরের মধ্যে সফট লোনের মাধ্যমে ফেরত দিতে হবে ঋণ।
উল্লেখ্য, বর্তমানে দশম শ্রেণিতে এই রাজ্যে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ লক্ষ এবং দ্বাদশ শ্রেণিতে প্রায় সাড়ে ৯ লক্ষ। যারা অনেকেই পয়সার অভাবে আর উচ্চশিক্ষার জন্য এগিয়ে যেতে পারেন না। আজ মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের দরুন পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য কোন অর্থনৈতিক বাধার মুখে পড়তে হবেনা।
ব্যুরো রিপোর্ট