Market

চাষিদের হাসি চওড়া করল রাজ্য সরকার। সরকারি সূত্রে জানানো হল, সরকারিভাবে আরো বেশি পরিমাণ ধান কেনা হবে কৃষকদের থেকে। একইসঙ্গে কুইন্টাল প্রতি ধানের সহায়ক মূল্য বেশ কিছুটা বাড়ানো হবে। রাজ্য সরকারের এই ঘোষণার পরেই কার্যত অনেকটা নিশ্চিন্তে রয়েছেন চাষিরা।
রাজ্যের অধিকাংশ জেলাতেই এখন বেশি পরিমাণ ধান কেনার ব্যপারে যথেষ্ট তৎপর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানানো হয়েছে, অন্যান্য বছরের থেকে আরো বেশি পরিমাণে চাষিদের থেকে ধান কেনা হবে। আগে কুইন্টাল প্রতি ধান কিনতে সরকার যেখানে খরচ করত ১৮৬৮ টাকা। বর্তমানে সেই ধান সরকার কিনবে ১৯৬০ টাকায়। এর মধ্যে ১৯৪০ টাকা সরকার খরচ করবে ধান কেনার জন্য। আর বাকি ২০ টাকা সরকার খরচ করবে চাষিদের বাজারে নিয়ে আসার পরিবহন খরচ হিসেবে।
উল্লেখ্য, বাংলার কৃষকরা অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন ধানের সহায়ক মূল্য বৃদ্ধির ব্যপারে। রাজ্য সরকারের এই জোড়া পদক্ষেপের জন্য বাংলার কৃষকরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট