Daily

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বছরেই কনটেনমেন্ট জোন তৈরি করেছিল সরকার। এবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেও সেই একই পথে হাঁটল রাজ্য সরকার। এমনিতেই কঠোর বিধি নিষেধ জারি হবার পর থেকেই রাজ্যে সংক্রমণের যে গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল, তা ক্রমশই নিচে নামতে শুরু করেছে। এরই মধ্যে বাংলাকে করোনা শূন্য করার লক্ষ্যেই জোর কদমে নামল প্রশাসন। জানা গিয়েছে, রাজ্যের মোট ৬টি জেলায় কনটেনমেন্ট জোন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
সূত্র মারফত জানা গিয়েছে, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি- এই ছয়টি জেলায় একাধিক কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।
হাওড়ায় যেমন রয়েছে এমসি ঘোষ লেন, নীলমণি মল্লিক লেন, শিবপুর রোড, ৩৬ নং ওয়ার্ডের জিটি রোড, শরৎ চ্যাটার্জী রোড, আন্দুল রোড সংলগ্ন বেশ কিছু জায়গা তেমনই রয়েছে উলুবেড়িয়ার বেশ কিছু এলাকা। উত্তর ২৪ পরগনাতেও ১৭ টি জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে, উত্তর দমদম পুরসভা, পানিহাটি পুরসভা, কামারহাটি পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, মধ্যমগ্রাম পুরসভা, বারাসাত পুরসভা, অশোকনগর-কল্যাণগড় পুরসভা, বিধাননগর পুরসভা। রয়েছে রাজারহাট, হাবড়া ১, হাবড়া ২ এবং বারাসাত ১ নম্বর ব্লক। এছাড়া রয়েছে পূর্ব বর্ধমানের কালনা পুরসভা সহ বর্ধমান ১, বর্ধমান ২, গলসি ১ এবং পূর্বস্থলী ১ নং ব্লকের বিভিন্ন এলাকা।
বাঁকুড়াতেও ঘোষণা করা হয়েছে ১১টি কনটেনমেন্ট জোন।জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় কনটেনমেন্ট জোনের পাশাপাশি রাখা হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোনও।
ব্যুরো রিপোর্ট