Daily

সরকারি খরচে রাশ টানতে চলেছে রাজ্য। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের যে বেহাল আর্থিক অবস্থা তৈরি হয়েছে, এবার তার সঙ্গে লড়াই করার জন্য খরচ কমানোর দিকেই পা বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রক। নির্দেশিকা জারি করে জানানো হল, কম্পিউটার থেকে গাড়ি অথবা অফিসের সরঞ্জাম- এসব আর কিছুই কেনা যাবেনা সরকারি টাকায়। ছাড় পাওয়া যাবে একমাত্র সামাজিক প্রকল্পে।
এই নির্দেশিকা অনুযায়ী, সরকারি অফিসের জন্য গাড়ি, কম্পিউটার, এসি, টিভি, ওয়াটার কুলার, আসবাব, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সরঞ্জামের মত আর কিছুই কেনা যাবেনা। আধিকারিকদের বসার ঘর থেকে গোটা অফিস ভবনও আর সরকারি টাকায় করা যাবেনা সংস্কার। গাড়ি ভাড়া করার জন্য যেমন প্রয়োজন পড়বে অর্থ মন্ত্রকের অনুমতি, তেমনই নিয়োগ করা যাবেনা কোন কর্মী। বিমান যাত্রার ক্ষেত্রেও ইকোনমি ক্লাসেই যাতায়াত করতে হবে। অনুমতি পাওয়া যাবেনা এগজিকিউটিভ বা বিজনেস ক্লাসের।
নতুন তৈরি হওয়া স্কুল বা কলেজে লাইব্রেরি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোয় জরুরি প্রয়োজনে আর্থিক অনুমোদন পাওয়া যাবে , তবে তার জন্য জানাতে হবে অর্থ মন্ত্রককে। এছাড়া বেতন, পেনশন এবং পারিশ্রমিকে সরকার নির্দ্বিধায় টাকা ব্যয় করবে। কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, যুবশ্রীর মত সামাজিক প্রকল্পও যাতে মসৃণ গতিতে এগোতে পারে সেদিকেও খেয়াল রাখবে রাজ্য সরকার।
ব্যুরো রিপোর্ট