Daily

প্রত্যন্ত গ্রাম হোক কিংবা উঁচু পাহাড়ি এলাকা। ঘরে ঘরে পানীয় জল পৌঁছনোর প্রতিজ্ঞা নিয়েছে রাজ্য সরকার। সহায় থাকছে সৌরশক্তি। এখন থেকে প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আগামী বছর মার্চ মাসের মধ্যেই তাঁরা এই কাজ শুরু করতে চায় বলে জানা যাচ্ছে।
এই প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে ইতিমধ্যেই দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এলাকায় টেন্ডার ডাকা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই প্রকল্প সংক্রান্ত টেন্ডার ডাকার কাজ সম্পন্ন হবে বলে জানা যাছে। মূলত রাজ্যের যে সমস্ত গ্রামে পরিবার সংখ্যা কম, সেখানে প্রতিটি পরিবারে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আর সেক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবার ঘাটতি যাতে কোন কারণেই বাঁধা না হয়ে দাঁড়ায়, তাই সোলার প্যানেলের সাহায্য নেওয়া হবে। প্রকল্প পিছু ৫০ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।
সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করে দিতে চাইছে রাজ্য সরকারের এই দপ্তর। আর মার্চ মাসের মধ্যে ১০ হাজার ৭২৯ টি গ্রামে পানীয় জল সরবরাহ করতে চায় তাঁরা। জনসংখ্যা কম বলে পানীয় জল পাওয়া থেকে যাতে এই গ্রামগুলো ব্রাত্য না থাকে, সেদিকেই খেয়াল রাখবে রাজ্য সরকার।
ব্যুরো রিপোর্ট