Daily

ডেল্টা ভারিয়েন্ট-এর কারণে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাবাসীকে। ইতিমধ্যেই জানা গিয়েছে আসতে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শুশুরা। তাই প্রথম এবং দ্বিতীয় ঝড়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা দেখে, এবার নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।
কোনোভাবেই যাতে সংক্রমণের গ্রাফ উর্ধমুখী না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মায়েদের শরীরের যত্ন নেয়ার কোথাও বলেছেন তিনি। কারণ মায়েদের স্বাস্থ্যের সাথে স্বাস্থ্যের দিকটা জড়িয়ে থাকে। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। শিশুদের জন্য কোভিড বেড বাড়ানোয় রয়েছে বিশেষ তৎপরতা। রবিবার এবিষয়ে নিয়ে সব জেলার স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে স্বাস্থ্যভবনের একটি ভার্চুয়াল বৈঠক হয় মুখ্যমন্ত্রীর।
শীঘ্রই রাজ্যজুড়ে শুরু হবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ। আগস্টের মধ্যে রাজ্যে শিশু করোনা রোগীদের জন্য মোট ১৩০০ আইসিইউ এবং ৩৫০ সিক নিউবর্ন কেয়ার ইউনিট তৈরি করা হবে বলে জানান হয় বৈঠকে। পর্যাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ না থাকায় জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারদের গুরুতর অসুস্থ শিশু রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ প্রশিক্ষণের সাহায্যে। এজন্যে তৈরি করা হয়েছে ১৩ সদস্যের বিশেষজ্ঞ দল। পরিস্থিতি যাতে হাতের নাগালে বেরিয়ে না যায় সেজন্য কোমর বেঁধে তৈরি চিকিৎসকরাও।
ব্যুরো রিপোর্ট