Daily

মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার পর এবার ভাঙতে চলেছে মালদহ মুর্শিদাবাদ জেলা। সূত্রের খবর, মালদহ জেলা ভেঙে আরও নতুন দুটি এবং মুর্শিদাবাদ জেলা ভেঙে আরও একটি পুলিশি জেলা করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
মালদহ এবং মুর্শিদাবাদ দুটিই বেশ বড় জেলা, জনসংখ্যাও প্রচুর। সাথে সীমান্ত রাষ্ট্র বাংলাদেশ। তাই পুলিশ পরিকাঠামো আরও জোড়দার করতে আসরে নামলো রাজ্যসরকার। সব কিছু ঠিক মতো চললে চলতি বছরের মধ্যেই নবান্নে গৃহীত প্রস্তাব অনুযায়ী, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর বাদে আরও একটি পুলিশি জেলার ঘোষণা হতে পারে। একইসাথে মালদহ পুলিশি জেলা ভেঙে মালদহ ও উত্তর মালদহ দুটি পুলিশি জেলা হবে। তবে এক্ষেত্রে নতুন পুলিশ সুপার নিযুক্ত হলেও, একই থাকবেন জেলা শাসক। তবে পরবর্তীতে রাজ্য সরকার পরিস্থিতি বিবেচনা করে জেলার সামগ্রিক পুলিশ প্রশাসন আলাদা করতে পারেন।
নতুন পুলিশি জেলা হলে বাড়বে নিরাপত্তা বন্ধ হবে অসামাজিক ক্রিয়াকলাপ। মুর্শিদাবাদ, মালদহ দুটিই সীমান্তবর্তী জেলা হওয়ায়, মাদক পাচার থেকে, চোরাচালান, দেশের অন্ধকার রাজ্যের মানুষ জোড় বেশি। নতুন পুলিশি জেলা হলে পুলিশের দ্রুত, দৃষ্টি আকর্ষণ করবে এই বিষয়গুলি। বাড়বে নিরাপত্তা এবং নজরদারি।
ব্যুরো রিপোর্ট