Daily

ভাতা বাড়লো কৃষক বন্ধু প্রকল্পের। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা এর আগে বছরে পাচঁ হাজার টাকা করে পেতেন। এবার তা বেড়ে দাঁড়ালো দশ হাজার টাকায়। প্রতি ৬ মাঃ অন্তর কৃষকরা ৫০০০ টাকা করে পাবেন।
এছাড়াও ক্ষেতমজুর ও বর্গাদারদের আগে বছরে দু’হাজার টাকা করে দেওয়া হত। সেই ভাতাও বাড়িয়ে ৪ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নির্বাচনী প্রতিশ্রুতি মেনেই এই প্রকল্পের ভাতা বরং মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রকে খোঁচা দেন তিনি। তিনি বলেন, ‘‘দিল্লি সীমান্তে অনেক দিন ধরে আন্দোলন চলছে, তাও কেন্দ্রের সে বিষয়ে কোনও ভ্রূক্ষেপই নেই। কেন্দ্রের কৃষক প্রকল্পে টাকা পান না চাষিরা। বাংলাই ব্যতিক্রম। এখানে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে।”
আশা করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে অন্তত ৬০ লক্ষ কৃষক ও তার পরিবার উপকৃত হবে। আগে এই প্রকল্পের আওতায় আসতে হলে জমির নথি দেখাতে হতো কৃষকদের। এখন শুধুমাত্র হলফনামা জমা দিলেই হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
ব্যুরো রিপোর্ট