Jobs

কমতে চলেছে বেকারত্বের হার। উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ ডি, গ্রপ সি এবং লাইব্রেরিয়ানের সংখ্যা কত। তারপরেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন বহু বেকার যুবক যুবতী।
মনে করা হচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা সবমিলিয়ে কয়েক লক্ষ হতে পারে। কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছেন এসএসসি সচিব। স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে শূন্যপদের সংখ্যা জানতে চাওয়ার দরুন ডিআইদের কাছ থেকে সংখ্যার হিসেব অবিলম্বে জানতে চাওয়া হয়েছে। যা আগামী ২৫ জুনের মধ্যে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। আজ, শুক্রবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু নিয়ে শুনানি হবে কলকাতা হাইকোর্টে। যেখানে প্রায় ১৫ হাজার শূন্যপদ রয়েছে। রাজ্যের স্কুলগুলিতে শেষবার লাইব্রেরিয়ান নিয়োগ হয়েছিল ২০১৩ সালে। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ক্ষেত্রে ২০১৮ সালের এপ্রিলে কর্মী নিয়োগ শুরু হয়। স্বাভাবিকভাবেই, আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে বহু যুবক যুবতীর শরীর থেকে বেকারত্বের তকমা মুছবে। সব মিলিয়ে আশায় বুক বাঁধছেন বহু কর্মপ্রার্থী।
ব্যুরো রিপোর্ট