Academy

আপনি কি ভবিষ্যতে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে সহ অধ্যাপক বা অধ্যাপিকা হবার স্বপ্ন দেখেন ? তাহলে আপনাকে দিতে হবে সেট পরীক্ষা অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনার স্বপ্নপূরণ হবে। তাহলে আর দেরী নয়। প্রস্তুতি শুরু করে দিন। কারণ এই বছরের সেট পরীক্ষার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে রাজ্যের কলেজ সার্ভিস কমিশন।
গত ১ আগস্ট থেকেই শুরু হয়ে গেছে এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে এই বছর সেট পরীক্ষা হবে আগামী ১৭ ডিসেম্বর। যারা এই পরীক্ষা দিতে ইচ্ছুক এবং যারা যোগ্য, আগামী ৩১ আগস্ট রাত ১২ টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন পত্রে যদি কোন ভুল থাকে তাহলে ৯ থেকে ১১ সেপ্টেম্বর এর মধ্যে তা সংশোধন করতে পারা যাবে।
এই পরীক্ষায় আবেদন জানানোর জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে মিনিমাম ৫৫% নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি পাশ করতে হবে। সংরক্ষিতদের জন্য ৫% নম্বরের ছাড় আছে। এই পরীক্ষায় বসার ক্ষেত্রে কোন বয়সসীমা নেই।
এই বছর মোট ৩৩ টি বিষয়ের পরীক্ষা হবে। মোট ২ টি পেপারের পরীক্ষায় থাকবে অবজেক্টিভ প্রশ্ন। প্রতি পেপারে মোট ১০০ নম্বর থাকবে। প্রথম ভাগের পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত। এবং ২য় ভাগের পরীক্ষা হবে দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত। আবেদন মূল্য বাবদ প্রার্থীদের ১২০০ টাকা জমা করতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে টাকার ছাড় আছে। আর বিস্তারিত জানতে ক্লিক করুন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ