Market

‘বিপিন বাবুর কারন সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা’। শারদোৎসবে সুরা অর্থনীতি মুখের হাসি চওড়া করেছে ব্যবসায়ীদের। রাজ্য আবগারি দফতরের তথ্য বলছে, রাজ্যে চলতি মাসের প্রথম বারো দিনে মদ বিক্রি হয়েছে ৭২০ কোটি টাকার।
ষষ্ঠী থেকে দশমী, শুধু পুজোর এই চারটি দিন রাজ্যে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। জেলার মধ্যে এগিয়ে রয়েছে দুই মেদিনীপুর। রাজ্যের কোষাগারে ২৮ কোটি টাকা এসেছে এই দুই জেলা থেকে। হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয় বৃদ্ধি হয়েছে ৪০ শতাংশেরও বেশি। ব্যবসায়ীদের সংগঠন সূত্রে জানা যাচ্ছে, করোনা শুরুর আগের বছরেও এতো ব্যবসা হয়নি। ২০১৯ সালের তুলনায় চলতি বছরে ব্যবসায়ীদের আয় বৃদ্ধি নিঃসন্দেহে অর্থনীতির চাকাকে ঠেলেছে।
উল্লেখ্য, দুর্গা পুজোর মুখে রাজ্যে করোনা সংক্রান্ত বিধি নিষেধে এসেছিল শিথিলতা। অন্যান্য বছরে দশমীর দিন রাজ্য জুড়ে বন্ধ থাকে মদের দোকান। এবারে সরকারের তরফ থেকে আসেনি কোন রকম নির্দেশ। ফলে সুরাপ্রেমীরাও আনন্দে গলা ভিজিয়েছেন।
ব্যুরো রিপোর্ট