Trending

পাঁচ বছর নয়। এবার সময় পাবে দশ বছর। ঋণপত্রের মাধ্যমে নেয়া মূলধনকে শেয়ারে পরিণত করতে এবার থেকে সময় বেশি পাবে স্টার্ট আপ কোম্পানিগুলি। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে স্টার্ট আপগুলির ভিত শক্ত করতে এমনই ঘোষণা করলো শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ।
স্টার্ট আপ কোম্পানিগুলি তাদের মূলধন সংরহের জন্য পরিবর্তনযোগ্য ঋণপত্রকে বাজারে ছাড়ে। আর এই ঋণপত্রগুলি পরবর্তীতে শেয়ারে রুপান্তরিত করতে হয় তাদের। আগে এই ঋণপত্রকে শেয়ারে রুপান্তর করতে কোম্পানিগুলি পাঁচ বছর সময় পেট। এখন ডিপিআইআইটি তরফে সেই সময় বাড়িয়ে ১০ বছর করা হল। বাড়তি সময়ে কিছুটা সুরাহা পাবে সংস্থাগুলি।
অতিমারির খত কাটিয়ে উঠে নতুন ব্যবসা চালুর ক্ষেত্রে এই স্টার্ট আপগুলির যেন আর কোন অসুবিধে না হয়, সেই জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ