Market

মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপন। আর তাতেই আয় ৩০ লক্ষ টাকা। টি-২০ বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বিজ্ঞাপনের দর ওঠে আকাশছোঁয়া। যা কার্যত ব্যপক লাভের মুখ দেখায় ম্যাচের আনুষ্ঠানিক ব্রডকাস্টিং সংস্থা স্টার স্পোর্টসকে।
শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়। অন্যান্য ম্যাচের আগে বিজ্ঞাপনের দরুন চ্যানেলের উপার্জনের অঙ্ক পৌঁছে যায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে এই বিজ্ঞাপনের উপার্জন পৌঁছে যায় অনেকটা বেশি। সংস্থার অন-বোর্ড সদস্যদের মধ্যে এমন ১৪টি বড় বড় সংস্থা রয়েছে যারা এই স্টার স্পোর্টসের সঙ্গে স্পনসর হিসেবে যুক্ত থেকেছে। এই সংস্থাগুলির মধ্যে অন্যতম হল ড্রিম ১১, ফোনপে, বাইজু, জিও মার্ট, হ্যাভেলস। এছাড়াও রয়েছে স্কোডা, আকাশ, হোয়াইট হ্যাট জুনিয়রের মত সংস্থাও।
উল্লেখ্য, স্টার স্পোর্টস ভারত-পাকিস্তান ম্যাচ সম্প্রসারণের আগেই দর্শকদের থেকে প্রিমিয়াম নিতে শুরু করে। যার দরুন টাকার অঙ্ক পৌঁছে যায় ৩০ লক্ষ টাকায়। অক্টোবরের ১৭ তারিখ থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ যা অনুষ্ঠিত হচ্ছে দুবাই এবং ওমানে।
ব্যুরো রিপোর্ট