Jobs

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে স্টেনোগ্রাফার গ্রেড-সি ও স্টেনোগ্রাফার গ্রেড- ডি পদে কয়েকশো লোক নেওয়া শুরু হবে আগামী ২ রা আগস্ট থেকে।
যোগ্যতাঃ যে কোন শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
গ্রেড- সি স্টেনোগ্রাফার পদের জন্য ইংরাজি শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপিং এ মিনিটে অন্তত ১০০ টি ও ৪০ টি শব্দ তোলার গতি থাকতে হবে।
গ্রেড- ডি স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ইংরাজিশর্টর্হ্যান্ড ও কম্পিউটার টাইপিং এ মিনিটে যথাক্রমে অন্তত ৮০ টি ও ৫০ টি শব্দ তলার গতি থাকা বাঞ্ছনীয়।
বয়সঃ ১) স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
২) স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের জন্য ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
২০২৩ সালের স্টেনোগ্রাফার এক্সামিনেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর- নভেম্বর মাসে। সময় হল ২ ঘণ্টা। নেগেটিভ মারকিং আছে। এই পরীক্ষায় পাশ করলে হবে স্কিল টেস্ট।
দরখাস্ত করতে হবে ২ রা আগস্ট থেকে ২৩ আগস্টের মধ্যে। চাকরি হবে গ্রুপ বি নন গেজেটেড র্যাঙ্কে। মূল মাইনে পে ব্যান্ড অনুযায়ী।
আরও বিস্তারিত জানতে, www.ssconline.nic.in এই ওয়েব সাইটে ক্লিক করুন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ