Jobs

বিপুল পদে নিয়োগ করবে এসএসসি। কর্মসংকটের মধ্যে চাকরিপ্রার্থীদের জন্য যা নিঃসন্দেহে এক আশাতীত সুখবর। স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ করা হবে ২৫ হাজারেরও বেশি শূন্য পদে। জানা গিয়েছে এসএসসি জেনারেল ডিউটি বা জিডি পদে এই নিয়োগ করছে। এক্ষেত্রে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, ন্যাশনাল ইনভেস্টিগেশন, সেক্রেটারিয়েট সিকিওরিটি ফোর্স এবং অসম রাইফেল ম্যানের মত মোট ২৫,২৭১টি পদে এই নিয়োগ হবে।
নিয়োগের জন্য প্রতিটি প্রার্থীকেই একটি কম্পিউটার পরীক্ষা দিতে হবে। তার সঙ্গে থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিক্যাল এগজ্যামিনেশন টেস্ট এবং সবশেষে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন।
শূন্যপদে নিয়োগের বিবরণঃ
সর্বমোট ২৫,২৭১টি পদের মধ্যে সেক্রেটারিয়েট সিকিওরিটি ফোর্সেস পদে নিয়োগ করা হবে কনস্টেবল। এই পরীক্ষাটি হবে সর্বভারতীয় স্তরে। দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ এই পরীক্ষায় বসতে পারবেন। যদিও সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের নিয়োগ হবে রাজ্যভিত্তিক।
আবেদনের তারিখঃ
কবে এই পরীক্ষাগুলির জন্য আবেদন করা যাবে সেই নিয়ে এখনও কোন চূড়ান্ত কোন তারিখের কথা জানা যায়নি। তবে খবর অনুযায়ী এই বছরেই শুরু হতে পারে আবেদন প্রক্রিয়া। এমনকি বয়স সংক্রান্ত কোন তথ্যও আপাতত পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে, এসএসসি’র নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনে এই তথ্য পাওয়া যাবে।
ব্যুরো রিপোর্ট