Jobs

বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ ডি, লাইব্রেরিয়ান এবং ক্লার্ক পদে রাজ্যের স্কুলগুলিতে ১০ হাজার শূন্যপদ তৈরি হয়েছে। সেখানেই লোক নেওয়ার বিজ্ঞপ্তি জারি হতে পারে খুব তাড়াতাড়ি। জানা গিয়েছে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলে এই নন-টিচিং স্টাফ নেওয়া হবে। এই মর্মে স্কুল সার্ভিস কমিশন জারি করবে বিজ্ঞপ্তি।
গ্রুপ ডিঃ
এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। আবেদনের জন্য বয়স হতে হবে ১৮-৪০ এর মধ্যে। বেতন হবে ন্যুনতম ৪,৯০০ টাকা থেকে সর্বাধিক ১৬,২০০ টাকা পর্যন্ত।
লাইব্রেরিয়ানঃ
এই পদে আবেদন জানানোর জন্য কোন শাখা থেকে গ্র্যাজুয়েট পাশ করতে হবে। তবে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স থাকতে হবে ২০-৪০ এর মধ্যে। বেতন হবে ন্যুনতম ৭,১০০ টাকা এবং সর্বোচ্চ ৩৭,৬০০ টাকা।
ক্লার্কঃ
এক্ষেত্রেও আবেদনকারীর ন্যুনতম মাধ্যমিক পাশ আবশ্যিক। বয়স হতে হবে ১৮-৪০ এর মধ্যে। তবে এই পদে আবেদন জানানোর জন্য মিনিটে ২০টি ইংলিশ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বেতন হবে ন্যুনতম ৫,৪০০ টাকা থেকে সর্বাধিক ২৫,২০০ টাকা।
উপরের এই সবকটি পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, এই পদগুলিতে কিভাবে আবেদন জানানো হবে আর কিভাবেইবা প্রার্থী বাছাই করা হবে তা বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তি বেরোবার পরেই। সূত্রের খবর, পুজোর আগেই হয়ত শূন্যপদে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে।
ব্যুরো রিপোর্ট