Jobs

অবশেষে শুরু হল নিয়োগ প্রক্রিয়া। সোমবার অর্থাৎ ২১ জুন চাকরিপ্রার্থীদের জন্য ইন্টার্ভিউয়ের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সোমবার বিকেল থেকেই এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে সেই তালিকা। হাইকোর্টের নির্দেশ মেনেই উচ্চ প্রাথমিকে শিক্ষা নিয়োগ গতিবৃদ্ধি পেল।
ইন্টার্ভিউয়ের তালিকা প্রকাশ করা হলেও কিভাবে ইন্টার্ভিউ নেওয়া সম্ভব হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোন খবর বিশদে জানান হয়নি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নিয়োগের প্রক্রিয়া আটকে পরেছিল। সেই নিয়ে চাকরিপ্রার্থীদের মনেও তৈরি হয়েছিল ক্ষোভ। তবে মেধাতালিকায় নাম রয়েছে, এমন কাউকে বঞ্চিত করা হবেনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর মেধাতালিকা প্রকাশের পর সেখানে চাকুরিপ্রার্থীরা গরমিল খুঁজে পান। তার জেরেই থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। এরপরেই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু অতিমারি পরিস্থিতিতে আটকে ছিল সবই। এবার রাজ্যে কোভিড বিধি মেনে সেই মতই শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া।
ইন্টার্ভিউ কিভাবে হবে, অনলাইনে না অফলাইনে সেই নিয়ে এখনও কিছু জানা সম্ভব হয়নি। তবে সমস্যায় পড়লে ওয়েবসাইটে অভিযোগ জানানোর জন্য দুটি হেল্পলাইন নম্বর রয়েছে- ৯০৫১১৭৪৭০০ এবং ৯০৫১১৭৬৫০০। ওয়েবসাইটটি হলঃ www.westbengalssc.com
ব্যুরো রিপোর্ট