Market

উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির ওয়েবসাইট www.westbengalssc.com এ গিয়ে এই তালিকা দেখা যাচ্ছে। এই তালিকায় চাকরিপ্রার্থীদের নাম সহ নাম্বারের তালিকাও প্রকাশ করা হয়েছে। এমনকি যারা সুযোগ পাননি, তাদের নাম্বারও প্রকাশ করেছে এসএসসি। বৃহস্পতিবার নাম সহ নাম্বারের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল এসএসসি।
উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পর থেকেই বেশ জলঘোলা হতে শুরু করে। নাম্বার নিয়ে তৈরি হয় বিস্তর অভিযোগ। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে তাবড় বিজেপি নেতারা অভিযোগ জানিয়েছিলেন। তারপর হাইকোর্টের পক্ষ থেকে সেই নির্দেশ এলে নাম এবং নাম্বারসহ প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্র। কিন্তু আদৌ এই তালিকা নতুন করে জলঘোলা করবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ব্যুরো রিপোর্ট