Daily

জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। নয়নাভিরাম জাগতিক সৌন্দর্য্য দিয়ে বরাবরই মন জয় করে এসেছে এই শহর- সুন্দরী। তাই মানুষের মনে শ্রীনগরের জন্য একটা ইমোশন থাকেই। আর এবার ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় নাম তুললো শ্রীনগর।
শহরের ঐতিহ্যশালী হস্তশিল্প, লোকায়ত সংস্কৃতি এবং তার ধারাবাহিক অবদানকেই স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছে ইউনেস্কো। বিশ্বের মোট ৯০ টি দেশের ২৪৬ টি শহরের ৪৬ টি শহরকে সৃজনশীল শহরের তকমা দেয় ইউনেস্কো। এর মধ্যে ভারতের একমাত্র সৃজনশীল শহরের খেতাব পেলো শ্রীনগর। শহর-সুন্দরীর নয়া এই খেতাবের কথা টুইট করে প্রথম জানান শহরের মেয়র জুনেইদ আজিম মাত্তু।
জম্মু-কাশ্মীরবাসীকে এই খবরের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীনগরের জন্য তিনি গর্ব বোধ করছেন বলেও জানান প্রধানমন্ত্রী।
ব্যুরো রিপোর্ট