Daily

এবার অ্যাসিড বৃষ্টির আশঙ্কায় ভুগছে শ্রীলঙ্কা। একেই মারণ ভাইরাসের আতঙ্ক, তার ওপর আবার অ্যাসিড বৃষ্টি! উদ্বেগের হলেও এই বিপদ যে শ্রীলঙ্কার উপকূলীয় এলাকার বাসিন্দাদের ওপর আসতে চলেছে সেটাই আগাম সতর্ক করে জানিয়ে দিয়েছেন সেই দেশের সামুদ্রিক পরিবেশ সুরক্ষা সংস্থার চেয়ারপার্সন দর্শনী লাহাণ্ডাপুরা।
সমুদ্রের ওপর একটি রাসায়নিক বোঝাই জাহাজ গত এক সপ্তাহ ধরে জ্বলছে। কলম্বো উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে এই জাহাজে আগুন লেগে যায়। জাহাজটি সিঙ্গাপুরের। নাম এমভি এক্সপ্রেস পার্ল। গুজরাত থেকে জাহাজটি প্রসাধনী তৈরির বিভিন্ন উপকরণ এবং রাসায়নিক নিয়ে সিঙ্গাপুরের দিকে যাত্রা করেছিল সে। জাহাজে প্রায় ২৫ টন নাইট্রোজেন ডাই অক্সাইডও ছিল।
গত সপ্তাহে আগুন লাগার পর টানা এক সপ্তাহ ধরে আগুন এবং ধোঁয়ার সঙ্গে ঐ নাইট্রোজেন ডাই অক্সাইড বাতাসে মিশেছে। তার ফলেই অ্যাসিড বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ব্যুরো রিপোর্ট