Daily

জন্মদিন পালনে অভিনবত্ব। এবারের জন্মদিন পালন আর চার দেওয়ালের মধ্যে নয় বরং ইটভাটার শ্রমিকের পরিবারের সঙ্গে কাটাল দশ বছরের সৃজিতা। শ্রমিক এবং তার পরিবারকে মাংস, ভাত খাওয়ানো তো হলই তার সঙ্গে ইটভাটায় থাকা ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হল দুধ, কেক, বিস্কুট। এমনকি তাদের সঙ্গে জন্মদিনের কেক কেটে গোটা দিনটাই আনন্দে কাটাল এই ছোট্ট মেয়েটা।
বাবা সুমন সাধু এবং মা প্রিয়াঙ্কা সাধুর কাছ থেকে ছোট সৃজিতা জানতে পারে ইটভাটার অচলাবস্থার কথা। অতিমারি এবং লক ডাউনের সাঁড়াশি আক্রমণে একরকম বন্ধই হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্নপ্রান্তে থাকা ইটভাটাগুলি। যে কারণে ইটভাটাগুলির সঙ্গে যুক্ত থাকা শ্রমিক পরিবারের মুখে এখন দু’বেলা অন্ন জোটানোই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এই কথা শোনার পরেই সৃজিতা বাবা, মায়ের কাছে জেদ ধরে নিজের জন্মদিন পালন নিয়ে। কিন্তু এই জন্মদিন যে চিরাচরিত প্রথায় হবে না। তাই সৃজিতার আবদারেই বারাসাত বড়বড়িয়া সংলগ্ন একটি ইটভাটায় শ্রমিক এবং তাঁদের পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করা হয়।
অভিনব এই জন্মদিনে উপস্থিত ছিলেন সৃজিতার বাবা সুমন সাধু,মা প্রিয়াঙ্কা,ভাই প্রত্যূষ,হৃদয়পুর নবসোপানের কর্ণধার সৌভিক ঘোষ,সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা।
অঙ্কিত মুখার্জী, বারাসাত