Trending
বামেদের তরুণ মুখ তিনি। তাঁর হাত ধরেই যাদবপুরে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বাম শিবির। কিন্তু প্রচারে গিয়ে ভালোরকম বাধার মুখে পড়তে হল সৃজন ভট্টাচার্যকে। গড়িয়ার পঞ্চসায়রে তাঁর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ইট। এমনকি প্রচারের যে গাড়ি, সেখান থেকেও পতাকা ছিঁড়ে নেবার মত জোরালো অভিযোগ উঠে এলো। স্বাভাবিকভাবেই সৃজনের প্রচারে বাধা দেবার কারণে অভিযোগের তীর তৃণমূলের দিকে।
মঙ্গলবার সকালবেলা সৃজন বেরিয়েছিলেন হুডখোলা গাড়িতে। চালাচ্ছিলেন জোর প্রচার। গাড়ির সঙ্গে ছিল বাইক, অটো এবং বাম কর্মী-সমর্থকদের ভিড়। বামেদের অভিযোগ যে, সৃজন পঞ্চসায়রে পৌঁছনো মাত্রই গাড়ি লক্ষ্য করে শুরু হল ইটবৃষ্টি। তৃণমূলের কর্মী সমর্থকরা গাড়ির পতাকা পর্যন্ত ছিঁড়ে নেয়। অবশেষে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যদিও এই ঘটনার তৃণমূলের কোন যোগ নেই বলেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টোদিকে বামেদের তরফ থেকে বলা হচ্ছে, লোকসভা ভোটে হেরে যাবার ভয় থেকেই তৃণমূল সিপিএমের প্রচারে বাধা দিচ্ছে।
দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ