Trending
ছাত্র রাজনীতি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু। সিপিএমের হোলটাইমার হয়েছেন তিনি। মানে সিপিএমের সর্বক্ষণের কর্মী। চলতি লোকসভা নির্বাচনে বামের তুরুপের তাস তিনি। তিনি সৃজন ভট্টাচার্য। তরুণ প্রজন্মের মধ্যে সৃজনের নজরকাড়া প্রেজেন্স দিন দিন সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করছে। যাদবপুর কেন্দ্র নিয়ে তাই অনেকটাই আশাবাদী সৃজন ভট্টাচার্য। সেই তিনি জমা দিয়েছেন হলফনামা। সেখানেই দেখা যাচ্ছে, সর্বক্ষণের কর্মী হওয়া সত্ত্বেও তাঁর সম্পত্তি কিন্তু মাথা ঘুরিয়ে দেবার মতন।
যে হলফনামা তিনি জমা দিয়েছেন, সেখান থেকে পরিষ্কার সৃজনের কোন ব্যক্তিগত আয়ের উৎস নেই আলাদা করে। এমনকি তাঁর স্ত্রীর আয়ের কোন আলাদা উৎস নেই। এই মুহূর্তে সৃজনের হাতে রয়েছে নগদ ২৫০০ টাকা। স্ত্রীর হাতে নগদ রয়েছে ৬ হাজার টাকা। এছাড়া সৃজনের কোন গাড়ি বা সোনার গয়না নেই। তবু এই তরুণ বাম প্রার্থীর অস্থাবর সম্পত্তি এবং ব্যাঙ্ক ব্যালেন্স দেখে চমকে উঠতে হয়। হলফনামা অনুযায়ী, সৃজনের যাদবপুরের এসবিআই ব্রাঞ্চে রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা মত। বালিগঞ্জের এসবিআই ব্রাঞ্চে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার টাকা মত। কসবার ইন্ডিয়ান ব্যাঙ্কের ব্রাঞ্চে রয়েছে ১ লাখ ৩১ হাজার টাকা মতন। তবে এগুলো ছাড়াও বিভিন্ন জায়গায় বিনিয়োগ রয়েছে সৃজন ভট্টাচার্যের। তাঁর অস্থাবর সম্পত্তি কোটি টাকা ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে। হলফনামা অনুযায়ী তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭১ হাজার টাকা মত। একইসঙ্গে স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার মত।
সৃজন ভট্টাচার্যের নিজস্ব কোন গাড়ি নেই। সোনার অলংকার নেই। এছাড়া অন্য কোন ঋণ নেই। সৃজনের নিজস্ব কোন কৃষিজমি নেই। তবে কসবাতে তাঁর একটা ফ্ল্যাট রয়েছে। যার বাজারমূল্য ১৫ লাখ টাকা। শান্তিনিকেতনে রয়েছে একটা বাড়ি। যার বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। অর্থাৎ তাঁর মোট স্থাবর সম্পদের পরিমাণ দাঁড়াল প্রায় ৪১ লাখ টাকা মত। তবে হ্যাঁ, সৃজনের স্ত্রী-র নিজস্ব কোন স্থাবর সম্পদ নেই। সৃজন ভট্টাচার্য নিজেকে একজন সমাজকর্মী হিসেবেই দেখিয়েছেন। তবে তাঁর শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো। তিনি ২০১৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেছেন তিনি।
এবারে সৃজনের প্রতিপক্ষ হিসেবে লড়ছেন তৃণমূলের সায়নী ঘোষ। গতবার মিমি চক্রবর্তী তৃণমূলের জয় ছিনিয়ে নিয়েছিলেন। এবার সেই ধারা অব্যাহত থাকবে নাকি সৃজনের সৃজনমূলক রাজনীতি কেল্লাফতে করবে সেটাই দেখার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ