Daily
ভয়ানক আর্থিক সঙ্কটে ধুঁকছে শ্রীলঙ্কা। মানুষের হাতে কমে আসছে পুঁজি। চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। আর ঠিক এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার পেট্রোল পাম্পে চা সার্ভ করতে দেখা গেল শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের এক ক্রিকেটারকে। কিন্তু কেন? দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।
স্বাধীনতার পর শ্রীলঙ্কার সব থেকে শোচনীয় অবস্থা দাঁড়িয়েছে এখন। আর্থিক সঙ্কট থেকে ঘুরে দাঁড়াতে আন্তর্জাতিক সাহায্যের পথে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছে ভারত। খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করছে শ্রীলঙ্কাকে। এবার শ্রীলঙ্কার এক প্রাক্তন ক্রিকেটরকে দেখা গেলো পেট্রোল পাম্পে চা সার্ভ করতে। ভিডিও প্রকাশ্যে আসতেই সেই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। ক্রিকেটারের নাম Roshan Mahanama।
১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। এই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয়, তবে কি চরম আর্থিক সঙ্কটের আঁচ এবার এসে লাগল এই প্রাক্তন ক্রিকেটারের গায়ে। আসলে বিষয়টা ঠিক সেরকম নয়। সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেন Roshan Mahanama। সেখানে তাকে পেট্রোল পাম্পে চা সার্ভ করতে দেখা যায়। ছবিটির পোস্ট করে তিনি লেখেন, “ আমরা উইজেরামা মাওয়াথা এবং ওয়ার্ড প্লেসের পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের পাঁউরুটি ও চা দিচ্ছি। যতদিন যাচ্ছে, তত বাড়ছে এই লাইন এবং এই লাইনে দাঁড়িয়ে থাকায় মানুষের শরীরে একাধিক সমস্যাও হচ্ছে।” তিনি আরও বলেন, “ পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের পাশে দাঁড়ান। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে লাইনে দাঁড়ানোর আগে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ওষুধ নিয়ে আসুন।এই কঠিন সময়ে আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”
ইতিমধ্যেই বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে পেট্রোল পাম্পে। শ্রীলঙ্কার এই কঠিন পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটর Roshan Mahanama এর এই উদ্যোগকে কুর্নিস জানিয়েছেন নেটিজেনরা। শ্রীলঙ্কার হয়ে ২১৩টি একদিনের ম্যাচ ও ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ক্রিকেটর। ১৯৯৯ সালের বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অবসর নেন তিনি।