Prime
Daily
১০ দিনের শাট ডাউন মোডে শ্রীলঙ্কা
By sanchitabpn21 | August 21, 2021
Daily
থমকে গেল শ্রীলঙ্কার জনজীবন। করোনা ভাইরাসের ভয়াবহ চোখ রাঙানির কারণেই শ্রীলঙ্কা চলে গেল একেবারে শাট ডাউন মোডে। জানা গিয়েছে, দশদিনের জন্য শ্রীলঙ্কা চলে যাচ্ছে কঠোর লকডাউনের মধ্যে। লকডাউনের এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ।
সূত্রের খবর, যে হারে সেই দেশে ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে তাতে হাসপাতাল থেকে মর্গের মত বহু ক্ষেত্রেই জায়গার অভাব দেখা গিয়েছে। আর যে কারণে শ্রীলঙ্কাবাসীর মধ্যে কার্যত করোনার ওয়েভ সর্বত্র ত্রাস তৈরি করেছে। এর ফলে কঠোর বিধিনিষেধের মুখোমুখি হল শ্রীলঙ্কা।
জাতির উদ্দ্যেশ্যে প্রেসিডেন্ট জানিয়েছেন, শুক্রবার রাত থেকে আগামী ১০ দিন অর্থাৎ সোমবার ৩০ তারিখ পর্যন্ত জারি থাকবে এই বিধিনিষেধ।
ব্যুরো রিপোর্ট