Start-Up Story
বিজনেস প্রাইম নিউজে বাংলা গানের বাজার নিয়ে মুখোমুখি বিখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন। গল্প আড্ডা আর গানযাপনে ভরপুর এপিসোড। রয়েছে বর্তমান গানের বাজারের পরিস্থিতি, শিল্পীদের আগামী দিন কীভাবে সাজানো উচিৎ- সেই সম্বন্ধে বিস্তর আলোচনা। একইসঙ্গে নিজের জিবনেত্র সঙ্গে প্রতি মুহূর্তে কীভাবে রবীন্দ্রনাথকে যাপন করেছেন তিনি, তার আলাপ। রয়েছে ডানপিটে মেয়ে থেকে রবীন্দ্র সঙ্গীত শিল্পী হয়ে ওঠার লড়াই। দেখুন বিখ্যাত শিল্পী শ্রাবণী সেনের এক্সক্লুসিভ ইন্টারভিউ।
আপনাদের কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। আর নতুন হলে ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ