Daily

এক ডোজেই কাবু হবে করোনা। ছাড়পত্র রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ওরফে আরডিআইএফ এর। করোনার রাশ টানতে এবার ভারতে এলো রাশিয়ার স্পুটনিক ভি । জানা গেছে, অল্প সময়ে বহুসংখ্যক লোকের টিকাকরণ করতে একটি ডোজের স্পুটনিক লাইটের এর জুড়ি মেলা ভার।
গত আগস্ট মাসে মস্কোতে একটি বড় ক্লিনিক্যাল পরীক্ষায় মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট জানায়, রাশিয়ার এই ভ্যাকসিনটি ৯০% এর বেশি কার্যকর। তবে একটি ডোজ নিলে কার্যকারিতা দাঁড়াবে ৭৯.৪% পর্যন্ত। দাবি আরডিআইএফ সূত্রে। ইতিমধ্যেই বিশ্বের ৬০ টি দেশের অনুমোদন নিয়ে দুর্দিনের দিশারী স্পুটনিক ভি পারি দিয়েছে অন্তত ৫৯ টি দেশে। প্রয়োগ করা হয়েছে প্রায় ১.৫ বিলিয়ন মানুষের শরীরে।
জানা গিয়েছে স্পুটনিক ভি সংরক্ষণ করতে গেলে প্রয়োজন ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই ভ্যাকসিনের এক ডোজের দাম পড়বে ভারতীয় মুদ্রায় ৫০০ টাকা এবং স্পুটনিক লাইট এর দাম পড়বে ভারতীয় মুদ্রায় ৭৩০ টাকা। আরডিআইএফ বিবৃতি অনুযায়ী অল্প সময়ে অধিক সংখ্যক মানুষকে টিকা দিতে হলে এই টিকা কার্যকর হবে ও দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা সম্ভব হবে।
ব্যুরো রিপোর্ট