Daily
কৃষকদের স্বার্থে এবার অভিনব উদ্যোগ নিলো হেমতাবাদ কৃষি দফতর।
কৃষিকার্যে আরো বেশি করে উন্নতি সাধন করতে মোট ৬০জন কৃষকের হাতে তুলে দেওয়া হল স্প্রিঙ্কলার মেশিন। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। শুধুমাত্র জিএসটি দিয়েই কৃষকরা পেয়ে যাবেন এই জল ছেটানোর মেশিন।
বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পে হেমতাবাদ কৃষক বাজারে কৃষকদের হাতে এই জল ছেটানোর কৃষি সেচ যন্ত্রাংশ তুলে দিলেন ব্লক কৃষি আধিকারিক যুগল গুরুং। এদিন ব্লকের ষাট জন কৃষকের হাতে এই স্প্রিঙ্কলার সেচ যন্ত্রাংশ তুলে দেওয়া হয়। শুধুমাত্র জিএসটি দিয়ে বহু টাকা মূল্যের যন্ত্রাংশ হাতে পেয়ে খুশী হেমতাবাদ ব্লকের কৃষকেরা।
কৃষকদের বার্ষিক আয় বৃদ্ধি করার লক্ষ্যে এবং কৃষিকাজে কৃষকদের সমৃদ্ধ করতে বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। যেখানে কৃষক বন্ধু প্রকল্প যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। “বাংলা কৃষি সেচ যোজনা” প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমিতে চাষাবাদ করার সুবিধার জন্য জল ছেটানোর সেচ যন্ত্র প্রদান কর্মসূচি শুরু করেছে রাজ্যের কৃষি দপ্তর। সেই কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন। কি বললেন ব্লক কৃষি আধিকারিক? শুনে নিন
দেশের ভিত যখন কৃষি তখন কৃষকদের স্বার্থে, কৃষিকাজে উন্নতি সাধনের স্বার্থে এই পদক্ষেপ যথেষ্ট সাধুবাদ পাবার যোগ্য।
অনুপ জয়সোয়াল, উত্তর দিনাজপুর