Trending

ভারতের ফ্রি স্পটিফাই ইউজাররা তাদের ইচ্ছেমতো পছন্দের গান চালাতে পারবে না এমনকি সেই সব গান রিপিট ও করতে পারবে না । কারণ সেই ফিচার গুলো বন্ধ করে দিয়েছে স্পটিফাই ।
স্পটিফাই ভারতে তাদের ইউজারদের জন্য যে সার্ভিস গুলো দিয়েছিল তা বন্ধ করে দিল। এখন ইউজাররা তাদের পছন্দ মত গান চালানো বা রিপিট করা এগুলো কিছুই করতে পারবেনা, এই ফিচার গুলো শুধু মাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য যারা এগুলির একচেটিয়া ব্যবহার করতে পারবেন।তবে নিরাশ হওয়ার কিছু নেই ইউজাররা তাদের অ্যালবাম, প্রিয়শিল্পী ও প্লেলিস্ট অনুসারে গান শুনতে পারবেন একদম বিনামূল্যে।
ভারতে স্পটিফাই ২০১৯ সালে ফ্রি তে ফিচার গুলো চালু করলেও এখন এই পরিসেবা বন্ধ করে দেবার কারন আছে যথেষ্ট,সংস্থাটি ভারতে ব্র্যান্ড নেম খুব ভাল ভাবেই প্রতিষ্ঠা করে ফেলেছে, ফলে মিলেছে জনপ্রিয়তাও, তার সাথে বেড়েছে ইউজার সংখ্যাও, সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন অন্য মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলি তাদের ইউজার দের থেকে মান্থলি সাবস্ক্রিপশন চার্জ করছে তখন স্পটিফাই বা পিছনে পড়ে থাকবেই বা কেন!
ব্রাজিলে স্পটিফাই এর অফার গুলির সাথে ভারতের স্পটিফাই এর ফ্রি সার্ভিস বন্ধ করা ও কিছু ফিচার এর ওপর চার্জ করার বিষয় গুলি মিলে যায়, কারন ব্রাজিলেও ফ্রি সার্ভিস বন্ধ করা হয়েছে।
এপ্রিল ২০২৩এর রেডসীন এর একটি সমীক্ষা অনুসারে ভারতে সর্বাধিক স্ট্রিমিং করা মিউজিক প্ল্যাটফর্ম হল স্পটিফাই বর্তমান বাজার শেয়ার প্রায় ২৬%।
বাজারে স্পটিফাই এবার তাদের নতুন প্রিমিয়াম প্ল্যান নিয়ে হাজির হল ভারতে। যে সকল গ্রাহকরা অ্যাড ফ্রি হাই কোয়ালিটির মিউজিক এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য স্পটিফাই নিয়ে এল নতুন প্ল্যান, প্রিমিয়াম মেম্বারশিপ এর ক্ষেত্রে মাত্র সাত টাকা চার্জ করতে হবে, স্পটিফাই মেম্বারশিপ গ্রহন করলে আপনি পেয়ে যাবেন অ্যাড ফ্রী মিউজিক এর সাথে মোবাইল ডিভাইসে ৩০ টি পর্যন্ত গান ডাউনলোড করার সুবিধা, এছাড়া ১১৯ টাকা/মাস এর সাবস্ক্রিপশনে মোট ১০,০০০টি গান ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ।