Market Battle
আজ মহাপঞ্চমী, সহজ জুড়ে মানুষ মেতেছে উৎসবের আনন্দে। সারা শহর জুড়ে আজ মো মো করছে নতুন জামা কাপড় আর পাট ভাঙা শাড়ির সুগন্ধ ।উৎসব মানেনা কোন জাতীয়তাবাদ মানেনা কোন ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বিতা। আজ রাস্তায় যেদিকেই তাকাননা কেন, রাস্তার নাম হয়তো চোখে পড়বেনা। চোখে পড়বে খালি হোডিং হোডিং আর হোডিং। ডিটারজেন্ট থেকে শুরু করে টিএমটি বার। কলকাতার রাজপথ যেন চাদরের মতন মুড়িয়ে নিয়েছে হাডিং। ব্র্যান্ডের ছড়াছড়ি সমগ্র রাস্তা জুড়ে। তো ব্র্যান্ডের পুজো নাকি পুজো ব্র্যান্ড? কি প্রতিক্রিয়া জানালেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। আসুন শুনে নেওয়া যাক।
বিজনেস প্রাইম নিউস
জীবন হোক অর্থবহ।