Jobs
![business Prime News-](https://businessprimenews.com/wp-content/uploads/2022/10/junior-technician_web.jpg)
কেন্দ্ৰীয় সরকারের সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির দুর্দান্ত সুযোগ। জুনিয়র টেকনিশিয়ন পদে কাজের জন্য ৮২ জন লোক নিয়োগ হচ্ছে। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর। কারা আবেদন করতে পারবেন? কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে? বেতন কত? রইলো বিস্তারিত।
শিক্ষাগত যোগ্যতাঃ
আই.টি.আই. থেকে ফিটার ট্রেডের পাশপোর্ট সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য বা টার্নার ট্রেড, ওয়েল্ডার ট্রেড, ইলেক্ট্রিক্যাল ট্রেড, ইলেক্ট্রনিক্স বা ইন্সট্রুমেন্টেশন ট্রেড সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারে।
বয়সঃ
১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতনঃ
১৮,৭৮০-৬৭,৩৯০ টাকা পর্যন্ত বেতন হবে।
বিস্তারিত জানতে নজর রাখুন – http://spphyderabad.spmail.com ওয়েব সাইডে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ