Daily

বিলাসবহুল যাত্রার মাধ্যম বলতে আমাদের মাথায় কিন্তু সবার প্রথম বিমানের কথাই আসে। আর ভারতের বিভিন্ন নামিদামি বেসরকারি উড়ান সংস্থাগুলির মধ্যে স্পাইসজেট হল অন্যতম। কিন্তু কিছু ত্রুটি সামনে আসায় ভারতের বেসরকারি উড়ান নিয়ন্ত্রক সংস্থা, চলতি বছরের ২৭ জুলাই আট সপ্তাহের জন্য স্পাইসজেটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। চলতি সপ্তাহের শুক্রবার ডিজিসিএ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৩০ অক্টোবর থেকে স্পাইসজেট ফের পূর্ণশক্তিতেই উড়ান পরিচালনা করতে পারবে ।
নিষেধাজ্ঞা আরোপ করার প্রথম স্তরে তাদের ৪,১৯২টি উড়ানের মধ্যে মাত্র ২০০০টি উড়ান পরিচালনা করার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি সেই সকল নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি ১২ অক্টোবর একটি বিমান-বিপত্তি জড়িত ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ে স্পাইসজেট। স্পাইসজেটেরই একটি বিমানের ককপিটে ও কেবিনে আচমকা ধোঁয়া দেখা যাওয়ায়, ইমারজেন্সি ল্যান্ডিং করানো হয়েছিল বিমানটিকে। পরবর্তীতে তদন্ত করে দেখা যায়, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ইঞ্জিনের পোড়া ধোঁয়ার প্রবেশের কারণে সেই অবস্থা তৈরি হয়েছিল।
এদিকে আবার স্পাইসজেটের একটি সিদ্ধান্তে বেশ বড়সড় ধাক্কা খেতে পারে সিকিমের পর্যটন শিল্প, এমনই মনে করছেন সরকারি কর্তারা। কারণ স্পাইসজেট এবার সিদ্ধান্ত নিয়েছে ৩০ অক্টোবর থেকে সিকিম রাজ্যে সম্পূর্ণ রূপে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার। আর এখানেই তৈরি হয়েছে সিকিমের পর্যটন শিল্পের মাথায় কালো মেঘ। কারণ স্পাইসজেটই একমাত্র এমন উড়ান সংস্থা যা প্রতিদিন সিকিমে উড়ান পরিচালনা করত। স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালনা জড়িত নানা সমস্যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ