Daily
কৃষিকাজে তপশিলী জাতির চাষিদের স্বার্থে ব্যবস্থা করা হল বিশেষ প্রশিক্ষণ শিবিরের। আইসিএআর – এআইসিআরপি অন ফ্রুটস প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। তপশিলী জাতিভুক্ত কৃষক ও বাগানীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় মন্ডৌরী ফল গবেষণা কেন্দ্রে।
ফলের চারাগাছের নার্সারি তৈরি এবং ঘরোয়া পুষ্টিবাগান নিয়ে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন বেশ কয়েকটি ব্লকের তপশিলি জাতির প্রায় ৪০জন কৃষক।
মূলত অংশগ্রহণকারীদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ফল গাছের গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলি ঘুরিয়ে দেখানো হয় এবং কী করে চারা গাছ তৈরি হয় এবং তা উৎপাদন করতে হয় তা একেবারে হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি প্রশিক্ষণ শেষে সমস্ত কৃষকদের হাতে আম কাঁঠাল পেয়ারা সহ বেশ কিছু ফলের চারাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ আধিকারিকবৃন্দ।
রনি চ্যাটার্জী, নদীয়া