Story
নানা ভাষা, নানা মত, নানা পরিধান / বিবিধের মাঝে দেখ মিলন মহান। অতুলপ্রসাদ সেনের লেখা বিখ্যাত এই লাইনদুটি থেকে পরিষ্কার, আমাদের ভারতবর্ষে একসঙ্গে কত সংস্কৃতি বর্তমান। রয়েছে তাদের আলাদা ঐতিহ্য। আর দেশের কথা বাদ দিয়ে যদি শুধু রাজ্যের কথাই ধরা যায়, তাহলেও বলতে হবে আমাদের রাজ্যে কত না অজানা সংস্কৃতি, ঐতিহ্য, রীতিনীতি রয়েছে। তাদের কতটুকুই বা আমরা জানি? এই যেমন গরু খুঁটা উৎসব।
বাঁকুড়া জেলায় এই উৎসবটি বেশ প্রাচীন। মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই উৎসব করে থাকেন। যেখানে গরুকে একটা খুঁটির সঙ্গে বাঁধা হয়। তারপর আদিবাসী বাদ্যযন্ত্র বাজিয়ে কোন মৃত পশুর শুকনো চামড়া দিয়ে সেই গরুকে উত্যক্ত করা হয়। এই আনন্দোৎসব বাঁকুড়ার আদিবাসী মানুষের অন্যতম বড় উৎসব। অন্তত এমনটাই জানাচ্ছেন রুদ্রেশ্বর হেমব্রম।
গরুকে সারা রাত জাগিয়ে রাখা হয়। তারপর পুজোও করা হয়। অবশেষে হয় এই গরু খুঁটা উৎসব। কিভাবে করা হয় এই উৎসব? জানালেন শ্যামল মুর্মু।
এই উৎসব যে অনেক শহুরে মানুষের কাছেই অজানা সেই ছবিটাও ধরা পড়ল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়।
গরু খুঁটা উৎসব আসলে আদিম জনজাতির জীবন সংগ্রামের এক ইতিহাস বহন করছে। আগে আদিবাসীদের জঙ্গলের মধ্যে টিকে থাকার জন্য বন্য প্রাণীদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হত। এই উৎসব তারই এক জলজ্যান্ত প্রমাণ বলা যায়।
আব্দুল হাই
বাঁকুড়া