Trending
বৃহস্পতির চাঁদ ইউরোপায় যাবে নাসা। নাসা এই অভিযানের দায়িত্ব দিয়েছে ইলন মাস্কের স্পেস এক্সকে। সেখানে জল এবং প্রাণের সন্ধান চালানো হবে বলে নাসা সূত্রে খবর।
নাসা সূত্রে জানানো হয়েছে, ২০২৪ এর অক্টোবরে নাসার এই অভিযান শুরু হবে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হবে ফ্যালকন হেভি রকেট। তার জন্য নাসার সঙ্গে স্পেস এক্সের বড় অঙ্কের চুক্তিও হয়েছে। এই গোটা অভিযানের জন্য স্পেস এক্স নিতে পারে ১৭৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৩২৪ কোটি টাকা।
এই অভিযানের উদ্দেশ্য হল, ইউরোপার পৃষ্ঠের হাই রেজোলিউশন ছবি সংগ্রহ করা। একইসঙ্গে বরফের আস্তরণের ঘনত্ব পরিমাপ করা। এমনকি ইউরোপার সমুদ্রের গভীরতা সহ লবণের পরিমাপ করার মত বেশ কয়েকটি লক্ষ্য থাকবে নাসার।
প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবী থেকে প্রায় ৬৩ কোটি কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে বৃহস্পতির চাঁদ। পৌঁছতে সময় লাগবে পাঁচ বছরেরও বেশি। আর এই গোটা অভিযানেই নাসাকে সাহায্য করবে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স।
ব্যুরো রিপোর্ট