Trending

মহাকাশ থেকে পৃথিবীকে দেখার স্বপ্ন প্রত্যেকেরই কমবেশি থাকে। কিন্তু সব স্বপ্ন সত্যি হয় আর কোথায়? তখন ভরসা জোগায় ইন্টারনেট। যার দৌলতে মানুষ বাড়িতে বসেই দেখে ফেলেছে মহাকাশ থেকে আমাদের নীল গ্রহকে। কিন্তু জানেন কি, এবার আপনারও সেই স্বপ্ন সত্যি হতে পারে? আর সেই ব্যবস্থাই করছে স্পেস পার্সপেকটিভ। যা অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে।
সব ঠিক থাকলে ২০২৪ সালেই হতে পারে এই মহাকাশ যাত্রা তাদের তৈরি মহাকাশ যান নেপচুনে চড়ে। পৃথিবী থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় আপনি অবস্থান করবেন। ৬ ঘন্টার এই সফরে আপনি উপভোগ করতে পারবেন মহাকাশ থেকে পৃথিবীকে। তার জন্য যাত্রী পিছু খরচ পড়বে ৯৩ লক্ষ টাকা। একসঙ্গে ৮ জন যাত্রী সফর করতে পারবেন। থাকছে বার, মিটিং রুম এবং শৌচালয়।
জানা গিয়েছে, স্পেসশিপ নেপচুন ঋদ্ধিমান পরিচালিত হবে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্পেস বেলুন দ্বারা। ব্যবহার হবে না কোনরকম রকেট জ্বালানির। থাকছে একটি বিশাল জানলা। যেখান থেকে যাত্রীরা পৃথিবীর ছবিও ক্যামেরাবন্দি করতে পারবেন। ইতিমধ্যেই মহাকাশ সফরের বুকিং শুরু হয়ে গিয়েছে।
ব্যুরো রিপোর্ট