Trending

মহাবিশ্ব থেকে ফের ২ বছরের মধ্যে পৃথিবীর দিকে ছুটে আসছে ধুমকেতু ‘লেমন’। পৃথিবী কি বেশ বড় রকমের বিপদের মুখে পড়তে চলেছে? আতঙ্কিত জ্যোতির্বিজ্ঞানী থেকে শুরু করে রাষ্ট্রনায়করা।
২০২১ সালে দঃ গোলার্ধে আন্টার্টিকা আকাশে একটি ধুমকেতু দেখা গেছিল যার নাম লেমন। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এর পরিচয় C/2021 A1 হিসেবে। আর এই ধুমকেতুই আবার ২ বছরের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারা দাবি করেছেন এত কম সময়ের ব্যবধানে আবার ধুমকেতুর আসার উদাহরণ নেই।
এই ধুমকেতু ২য় বার আসায় ভয় পাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কি কি ক্ষতি হতে পারে তারও আভাস দিয়েছেন তারা। তারা বলেছেন এর ফলে অনেক স্যাটেলাইট নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবীর কক্ষপথে যে স্যাটেলাইটগুলো ঘুরছে তাদেরকে অভিকর্ষ বলের মাধ্যমে লেমন নিজের দিকে টেনে নিতে পারে। আর এই কারনে গতি পাল্টে গেলে এক স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ হতে পারে আর এক স্যাটেলাইটের। আজকের দিনে প্রায় সবকিছুই স্যাটেলাইটের দেওয়া তথ্যর ওপর নির্ভরশীল। তাই একসঙ্গে অনেকগুলো কৃত্রিম উপগ্রহ নষ্ট হলে বেশ গুরুতর সমস্যা হবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ব আকাশে এই লেমন ধুমকেতু কে দেখা যাবে বলে মনে করছে নাসা। তবে এই মুহূর্তেই তার পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা কম। আকাশ পরিস্কার থাকলে খালি চোখেই দেখা যাবে লেমন কে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ