Daily
দুদিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে পৌঁছলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এদিন প্রথমেই তিনি বঙ্গোপসাগর লাগোয়া খেজুরির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় কামারদা গ্রাম পঞ্চায়েতে মানুষ যাতে ক্ষতিপূরণের টাকাটা যথাযথভাবে পায় তার ব্যবস্থা নিতেও পঞ্চায়েতের নেতাদের নির্দেশ দেন।
আজ ও আগামীকাল তিনি রামনগর, কাঁথি, দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন। কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে।
এ দিনের সফরে এসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে কৃষি জমিতে নোনাজল ঢোকা কোন নতুন বিষয় নয়। নোনা জল ঢুকলে জমিতে ফলনের ক্ষতি হয়। তাই কৃষি দপ্তর নোনার উপযোগী ৬ রকম ভ্যারাইটির ধানের চারা কৃষকদের দেবে। যার নোনা জলের জমিতেও ফলন ফলাতে সক্ষম।
কৃষি দপ্তর এবার অল্প পরিমাণে হলেও নোনা জলের জমিতে নোনা উপযোগী ধান চাষ করতে মরিয়া। গবেষকদের এই নতুন আবিষ্কার যদি নোনা জমিতে সোনার ফসল ফলাতে সক্ষম হয় তাহলে আর হয়তো কৃষকদের কান্নার আওয়াজ দেখতে হবে না বাংলার মানুষকে।
প্রসূন বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর