Daily

জামাইষষ্ঠীর দিনে কার্যত বোমা ফাটালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন, নিজের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি তিনি লিখে দিয়েছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এবং বৈশাখী এই সম্পত্তির মালিক শোভনের অবর্তমানে নয়, বরং এখন থেকেই।
উল্লেখ্য, শোভন-বৈশাখী চর্চা সবসময়েই থাকে শিরোনামে। কখনও তাঁরা হয়েছেন সমালোচিত, কখনও বা প্রশংসিত। আনন্দে, বিরহে প্রত্যেকটি ক্ষেত্রেই একে অন্যের পাশে দাঁড়িয়েছেন সবসময়। এরই মধ্যে শোভন-বৈশাখীর সম্পর্ক নিয়ে বারবার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। কিন্তু কোন কিছুতেই কর্ণপাত করেননি এই যুগল।
উল্লেখ্য, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে আজ যুক্ত হয়েছে শোভনের নামও। ফেসবুক প্রোফাইলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নামের জায়গায় লিখেছেন ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’। পাল্টে গেছে তাঁর প্রোফাইল পিকচারও। একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছেন হাসি মুখে। লেখা আছে ‘The journey from Me to We begins…’ অর্থাৎ আমি থেকে আমাদের পথচলা শুরু।
এদিকে শোভন-বৈশাখীর এই বন্ধুত্ব নিয়ে এতদিন ক্ষোভ প্রকাশ করেছিলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এবার সটান জানিয়ে দিলেন, আর তিনি কখনই শোভনের বিপদে পাশে এসে দাঁড়াবেন না। এখন তিনি মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্বই শুধু মন দিয়ে করে যেতে চান। উল্লেখ্য, সিবিআই গ্রেফতার করার পর শোভন যখন হাসপাতালে ভর্তি হন তখন চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন রত্না নিজেই। কিন্তু শোভনই আইনি চিঠি দিয়ে স্ত্রী-পুত্র-কন্যার প্রবেশাধিকারে তালা ঝুলিয়ে দেন।
ব্যুরো রিপোর্ট