Trending
ভারতসভায় আবারও শ্রেষ্ঠ আসন এক বঙ্গতনয়ের। ছোলার দানার উপর পশ্চিমবঙ্গের মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বাসিন্দা সৌভিক দেবনাথ। তাঁর এই অভিনব কীর্তিকে সম্মান জানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে দেওয়া হল একটি মেডেল, পেন, আইডি কার্ড এবং শংসাপত্র।
অতিমারিতে যখন ঘরবন্দি জীবন একঘেয়ে হয়ে উঠেছিল অন্যান্য মানুষের, তখন সেই সময়টাকেই কাজে লাগিয়েছেন বারাসত এম্মিনেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র সৌভিক। নতুন কিছু করার ভাবনা থেকেই ছোলার দানার ওপর পশ্চিমবঙ্গের মানচিত্র তৈরি করেন তিনি। অবশেষে জুলাই মাসের ৩ তারিখ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেন সৌভিক। এরপরেই তাঁর এই অভিনব কীর্তিকে সম্মান জানানো হয়। মঙ্গলবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে বাড়িতে একটি ক্যুরিয়ার এসে পৌঁছয়। তারপরেই খুশির হাওয়া নেমে আসে দেবনাথ পরিবার সহ গোটা এলাকায়। চার বছর বয়স থেকেই আঁকা এবং গান শিখতে শুরু করেন সৌভিক।
বর্তমানে সৌভিকের লক্ষ্য অভিনব কিছু করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার। তাই, এখন কী চমক দিতে চলেছেন সৌভিক সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী থেকে গোটা বাংলার মানুষ।
দেবস্মিতা মণ্ডল, উত্তর ২৪ পরগনা