Daily

তুঙ্গে মূল্যস্ফীতি, রাশ টানতে দক্ষিণ কোরিয়ায় বাড়লো সুদের হার। অতিমারির প্রভাবে বাড়তি ঋণ এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ঝুঁকির সঙ্গে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের ভারসাম্য রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সুদের হার ০.৫% থেকে বাড়িয়ে ০.৭৫% করা হয়েছে বলে, গত বুধবার ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। প্রসঙ্গত, অতিমারী পর্যায়ে এই প্রথম এশিয়ার কোনো বড় অর্থনীতি তাদের নীতিনির্ধারণী সুদের হার বাড়াল। গত তিনবছরের মধ্যে এই প্রথম সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশটি। বেশ কয়েক মাস ধরেই অভ্যন্তরীণ ঋণের পরিমাণ এবং বাড়ির দাম ব্যাপক পরিমানে বেড়ে যাচ্ছিল দেশটিতে। আর তাতে লাগাম টানতেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয় দক্ষিণ কোরিয়া।
মে মাসে দেশটিতে মূল্যস্ফীতি সর্বোচ্চ হয়ে দাঁড়ায়। যদিও সুদের হার বাড়ানোর একটা ইঙ্গিত এর আগেও দিয়েছিল দেশটি। তবে করোনার প্রাদুর্ভাব বাড়ায় আংশিক লকডাউন জারি হওয়ার দরুন বেশ কিছুটা দেরি হয় সিদ্ধান্ত কার্যকর করতে।
ব্যুরো রিপোর্ট