Jobs

আপনি কি মাধ্যমিক পাশ? এখনি চাকরির প্রয়োজন? ভারতীয় রেল আপনাকে দিচ্ছে সুবর্ণ সুযোগ। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোট ১০১৬ টি পদে নিয়োগ হবে।
শূন্যপদঃ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটঃ ৮২০
টেকনিশিয়ানঃ ১৩২
জুনিয়র ইঞ্জিনিয়ারঃ ৬৪
যোগ্যতাঃ আবেদনকারীকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য ডিগ্রি পাশ হতে হবে। তার সঙ্গে আই টি আই সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
বয়সঃ আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। ( সংরক্ষিত দের জন্য বয়সের ছাড় আছে)
নির্বাচন পদ্ধতিঃ মোট ৩ টি পর্যায়ে নির্বাচন পদ্ধতি সম্পন্ন হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, তথ্য যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নিয়োগ করবে রেলের রিক্রুটমেন্ট বোর্ড।
বেতনঃ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট / টেকনিশিয়ান – ১৯৯০০-৬৩২০০ টাকা
জুনিয়র ইঞ্জিনিয়ার- ৩৫৪০০-১১২৪০০ টাকা
আগামী ২১ আগস্টের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
আরও বিস্তারিত জানতে রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.secr.indianrailways.gov.in এ ক্লিক করুন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ