Daily
বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। এই উৎসবকে কেন্দ্র করে বাংলার অর্থনীতিতেও লাগে উৎসবের হাওয়া। বাংলার মৃৎশিল্পীদের তৈরি মূর্তি সাগর পেড়িয়ে বিদেশেও পাড়ি জমিয়েছে। সেই ট্র্যাডিশন থেকে বাদ পড়েননি হাওড়ার সৌরভ পাল। এইবছর তাঁর হাতে তৈরি দুর্গা ইংল্যান্ডে যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতার বেলগাছিয়া, যাদবপুর, খিদিরপুর, রাজডাঙার মতন বেশ কিছু বড় পুজোর সাথে নাম জড়িয়েছে সৌরভের।
বত্রিশ বছর বয়সী সৌরভ ২০০৯ সালে আর্ট কলেজ থেকে স্নাতক হন। কলেজ থেকে পাশ করার পর মৃৎশিল্পকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। করোনার আগে প্রতিবছর সৌরভ প্রায় আঠারো থেকে কুড়িটা পুজোর মূর্তি গড়েছিলেন। কোভিডের দুটো বছর ব্যবসায় নামে ভাঁটা । তেমন ভাবে মূর্তি বানানোর ডাক আসেনি। অবশ্য সেইব সব দুঃস্বপ্ন এখন অতীত। এই বছর বেড়েছে সৌরভের ব্যস্ততা। ইতিমধ্যেই লন্ডনের আড্ডা নামে বাঙালি ক্লাব তাঁকে মূর্তি তৈরির জন্য বলেছে। বর্তমানে পাঁচজন সঙ্গীকে নিয়ে দিনরাত পরিশ্রম করে চলেছেন।