Market
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেই নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’-র প্রচার চালিয়েছেন গোটা দেশ জুড়েই। যে কারণে দেশে স্টার্ট আপের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পেয়েছে। স্টার্ট আপ সংস্থাগুলিও তাই বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগ পেতে শুরু করে দিয়েছে। স্টার্ট আপের এই রমরমা বাজারে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছেন দেশের তাবড় ব্যক্তিত্বরা। তার মধ্যে একদিকে যেমন রয়েছে মহেন্দ্র সিং ধোনী, তেমনই রয়েছেন সৌরভ গাঙ্গুলি। আসুন, আজ আপনাদের বলব ব্যবসার ময়দানে সৌরভ গাঙ্গুলি কোন স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করেছেন।
Flickstree
ফ্লিকস্ট্রী হচ্ছে একটি বিনোদনমূলক সংস্থা। এআই নির্ভর একটি ভিডিও পাবলিশিং নেটওয়ার্ক। ফেসবুক, ইউটিউবের মতন প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপটির মাধ্যমে আপনি পছন্দের ভিডিও এখানে রেখে দিতে পারবেন। জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলি নিজে ২০১৮ সালে প্রথম এই স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করেছিলেন।
Classplus
ফ্লিকস্ট্রী ছাড়াও ক্লাসপ্লাস হচ্ছে আরেকটি স্টার্ট-আপ সংস্থা। ক্লাসপ্লাস হচ্ছে এডুকেশন নির্ভর একটি সংস্থা। যা টিচার এবং স্টুডেন্টকে আরও কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করবে। এই সংস্থাটিতেও বিনিয়োগ করেছেন সৌরভ গাঙ্গুলি। জানা গিয়েছে, ২০২০ সালের শেষের দিকে এই সংস্থায় বিনিয়োগ করেন মহারাজ। যদিও বিনিয়োগের অঙ্ক কত, সেই বিষয়ে জানা যায়নি কিছুই।