Daily

তিনি যে গরীব মানুষের মসিহা সেই প্রমাণ আগেই দিয়েছেন সোনু সুদ। করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে গরীব মানুষের পাশে তিনি ঈশ্বরের মতই দাঁড়িয়েছেন। একভাবে নিজেকে সঁপে দিয়েছেন মানুষের জন্য।
কিন্তু এবার যেটা করতে চলেছেন তা একেবারেই নজিরবিহীন। বলা যেতে পারে তাঁর সহকর্মীদের কাছেও দৃষ্টান্ত তৈরির জন্য যথেষ্ট। জানা গিয়েছে, বলিউডের এই অভিনেতাই নাকি অক্সিজেনের যোগান দিতে অক্সিজেন প্ল্যান্ট আনছেন ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকেও। প্রাথমিক পর্যায়ে চারটি প্ল্যান্ট আনান হবে বলেই জানালেন তিনি। তার জন্য উদয়াস্ত পরিশ্রম করে চলেছে সোনু সুদের টিম।
মহারাষ্ট্র এবং দিল্লির মত অধিক ক্ষতিগ্রস্থ এলাকায় বসানো হবে এই প্ল্যান্ট। প্রথম প্ল্যান্টটি চলে আসবে ১০-১২ দিনের মধ্যেই। সরকারের কাজ একা তিনি করেই উদাহরণ তৈরি করলেন। জানা গিয়েছে, এই জন্য নিজের ১০ কোটি টাকার সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে অভিনেতাকে।
ব্যুরো রিপোর্ট