Daily

জামাইষষ্ঠীতে জামাই আসা বারণ। শ্বশুরবাড়ি থেকে ফোনে এই বার্তা পেয়ে চরম অপমানে আত্মঘাতী হলেন এক যুবক। ষষ্ঠীর দিন সকালে দেখতে পাওয়া গেল জামাইয়ের ঝুলন্ত মরদেহ। মৃতের নাম টুপাই মণ্ডল। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার পার হাসনাবাদ গ্রামে।
জানা গিয়েছে, তিন বছর আগে টুপাই মণ্ডলের সঙ্গে বিবাহ হয় মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রামের শ্রাবণী মণ্ডলের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা প্রায়শই লেগে থাকত। ইতিমধ্যে ৬ মাস আগে এই বচসার জেরে বাপের বাড়ি চাঁপাপুকুরে চলে আসেন তাঁর স্ত্রী শ্রাবণী। দেখা সাক্ষাৎ করবার জন্য টুপাই মণ্ডল শ্বশুরবাড়ি যেতেন। বুধবার জামাই ষষ্ঠী উপলক্ষ্যে টুপাই মণ্ডল শ্বশুরবাড়ি যাবেন বলে শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের জন্য নতুন জামা কাপর কিনে রাখেন। কিন্তু ষষ্ঠীর আগের রাতে শ্বশুরবাড়ি থেকে তাঁকে ফোন করে আসতে বারণ করা হয়। একইসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আর এই অপমান সহ্য করতে না পেরেই নিজের ঘরে আত্মঘাতী হন টুপাই।
মৃত যুবকের বাবা ভূপেন মণ্ডল ছেলের মৃত্যুর জন্য ছেলের শ্বশুরবাড়িকেই দায়ি করেছেন। টুপাইয়ের স্ত্রী শ্রাবণী এবং তাঁর বাবা, মায়ের বিরুদ্ধেও হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভূপেন মণ্ডল। আত্মঘাতী হবার কারণ ঘিরে শুরু হয়েছে তদন্ত।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা