Daily

ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতার পর এবার বাড়ানো হল বাড়ি ভাড়া বাবদ ভাতা। এর ফলে মাইনে কিছুটা বাড়ার সুযোগ করে দেওয়া হল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তবে সরকারি কর্মচারীদের ন্যূনতম পারিশ্রমিকে কোনও বদল আসছে না।
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭ শতাংশ থেকে তা বাড়িয়ে করা হয় ২৮ শতাংশ। যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। বর্ধিত মহার্ঘ ভাতার সঙ্গে ঘর ভাড়া বাবদ ভাতা যোগ করলে কোনও সরকারি কর্মচারীর মোট মাইনের পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
তবে এতকিছুর পরেও কর্মচারীর ন্যূনতম পারিশ্রমিকের পরিমাণ বদলের
ব্যাপারে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই ন্যূনতম পারিশ্রমিকের কোনও বদল হচ্ছে না।
সংসদে প্রশ্নোত্তর পর্বের সময়ে সরকারের তরফে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়। উল্লেখ্য, সপ্তম পে কমিশন অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়ানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তখন এই বিষয়টিও উত্থাপিত হয় যে তাহলে কি ন্যূনতম পরিশ্রমিকের পরিমাণও বাড়ানো হবে। কিন্তু এবারে সেই জল ঢালল কেন্দ্রীয় সরকার।
ব্যুরো রিপোর্ট