Trending

সৌর ঝড়ে বিধ্বস্ত হতে পারে ইন্টারনেট পরিষেবা। থমকে যেতে পারে গোটা বিশ্বের তাবড় প্রযুক্তি। মানুষ মুখোমুখি হতে পারে এক ভয়াবহ পরিস্থিতির। এমনই কথা জানালেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক।
সঙ্গীতা আবদু জ্যোতির গবেষণায় প্রকাশ পেয়েছে এমনই সৌর ঝড়ের আশঙ্কার খবর। এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, যে ধরণের সৌর ঝড়ের মুখোমুখি গোটা বিশ্বকে পড়তে হচ্ছে তার জন্য একেবারেই প্রস্তুত নয় পৃথিবী। ফলে প্রযুক্তিগত ক্ষেত্রে বড়সড় বিপর্যয় এড়ানো বেশ মুশকিল হতে পারে। কারণ ভালো রকম ব্যহত হতে পারে ইন্টারনেট পরিষেবা।
সূত্রের খবর, সূর্যের মধ্যে বেশ কয়েকবছর ধরেই ব্যপক অস্থিরতা তৈরি হয়েছে। ২০২৫ সালে যা চরম আকার নিতে পারে। যে কারণে সৌর ঝড়ের প্রভাব পড়বে পৃথিবীতেও। ফলে ইন্টারনেট পরিষেবা একেবারে ভেঙে পড়তে পারে। এমনকি সমুদ্রের তলা দিয়ে যাওয়া অপটিকাল ফাইবারগুলি হয়ে পড়তে পারে বিকল। সব মিলিয়ে ব্ল্যাক আউট হবার মত পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ ইন্টারনেটের সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার সমূহ সম্ভাবনা রয়েছে।
ব্যুরো রিপোর্ট