Daily
গোটা পৃথিবী জুড়ে হ্রাস পাচ্ছে জীবাশ্ম জ্বালানির পরিমাণ। তাই বেঁচে থাকা রসদকে জিইয়ে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ক্রমশই চাহিদা বাড়ছে অপ্রচলিত শক্তির। এবার তারই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। সৌরশক্তি এবং জলশক্তিকে ব্যবহার করেই যাত্রা শুরু করছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। যা দেশের মধ্যে কার্যত প্রথম।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোলার পাওয়ার এবং জল বিদ্যুৎই এখন বিমানবন্দরের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটাবে। সৌরশক্তি ব্যবহার করে যেখানে বিমানবন্দরের ৬ শতাংশ বিদ্যুৎ চাহিদা মিটবে সেখানে বাকি ৯৪ শতাংশ বিদ্যুতের চাহিদা মিটবে জলশক্তির মাধ্যমে। তার জন্য বসানো রয়েছে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট। জানা গিয়েছে, অপ্রচলিত শক্তিকে ব্যবহার করার কারণে বাতাসে ২ লক্ষ টন কম কার্বন ডাই-অক্সাইড বাতাসে মিশবে।