Trending
চিন, যেখান থেকে সফট টয় ছড়িয়ে পড়ে গোটা ভারতে। ২০১৮-১৯ সালে ভারত সফট টয় আমদানি করেছিল ৩৭১ মিলিয়ন ডলার। ২০২১-২২ সালে সেটাই কমে এসে দাঁড়ায় ১১০ মিলিয়ন ডলারে। ভারত আত্মনির্ভর হচ্ছে, আর বিপদে পড়ছে চিন। যেখান থেকে পরিষ্কার, সফট টয় তৈরির জন্য চিনের উপর আর ভরসা করতে পারছে না ভারত। বিশেষ কিছু র- মেটেরিয়াল ছাড়া ভারতেই তৈরি হচ্ছে লক্ষ লক্ষ সফট টয়। আজ এটাই এক বৃহৎ ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। তবে আজকের এই জাম্প সম্ভব হত না, যদি না বেশ কয়েকবছর আগে থেকে ভারতের ব্যবসায়ীরা সফট টয় বিজনেসে নজর না-দিতেন। এমনই একজন টয় টাইকুন রয়েছেন কলকাতায়। বলে বলে গোল দিচ্ছেন চিনকে। নিজের চেষ্টায় দাঁড় করিয়েছেন খেলনার এক দুর্দান্ত এমপায়ার। আসুন, আজ এমএসএমই উইনবিনে পরিচয় হয়ে যাক সফট টয় তৈরির সেই কারিগরের সঙ্গে।
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ।